১। চিকিৎসাসেবাঃ
ক. বহিঃ বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা ।
খ. অন্তঃ বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা ।
গ. জরুরী বিভাগে আগত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদানএবং প্রয়োজনে ভর্তি করা ।
২। প্রতিরোধঃ
ক. মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক রোগ প্রতিরোধে ইপিআইকার্যক্রম ।
খ. হাসপাতাল উপ-স্বাস্থ্য কেন্দ্র ,কমিউনিটি ক্লিনিক ওইপিআই আউট ডোর সেন্টারে রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান ।
৩। যুব বান্ধব স্বাস্থ্য সেবাকর্মসূচীঃ
পুরুষ, মহিলা, ডায়রিয়াID Word ,Brest feeding corner , ORT corner,যুব বান্ধব স্বাস্থ্য সেবা।
৪ । স্বাস্থ্য কর্মসূচীঃ
ইপিআই,এ আর আই ,যক্ষা ও কুষ্ঠ ,ডায়রিয়া,ইওসি, বিসিসি,কমিউনিটি স্বাস্থ্য সেবা ইত্যাদি ।
বাস্তবায়ন কর্তৃপক্ষ : সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্যও পঃ পঃ কর্মকর্তা ।
অর্থায়নঃ স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রনালয় , বিশ্বস্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দাতা সংস্থা ।
আওতাভূক্ত সুবিধাভোগী জনগোষ্টি ও তাদের সংখ্যাঃ জেলা ওজেলার বাইরে জনগোষ্টি প্রায় ৮(আট) লক্ষ ।
কর্মসূচী পালনের সময়কালঃ জুলাই হইতে জুন প্রতি বছর ।
২০০০ সালের ৩০ এপ্রিল ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র উপজেলা হিসেবে মেঘনা-ধনাগোদা নদী পরিবেষ্টিত দ্বীপাঞ্চল মতলব উত্তর উপজেলার যাত্রা শুরু হয়। পরবর্তীতে একই বছরের ৫ সেপ্টেম্বর মতলব উত্তর নব-সৃষ্ট উপজেলা হিসাবে কার্যক্রম শুরু করে। পাশ্ববর্তী মতলব উপজেলার উত্তর দিকে হওয়ার ফলে এ উপজেলার নামকরণ করা হয় মতলব উত্তর। মতলব উত্তর এর রয়েছে ঐতিহাসিক নিদর্শন, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় খ্যাতি । কৃষি উৎপাদনে সেচ প্রদান, বন্যার ক্ষয় ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা , জলাবদ্ধতা নিরসন ও নদী ভাংঙ্গন থেকে পরিত্রাণের লক্ষ্যে ১৯৮৭-১৯৮৮ অর্থ বছরে নির্মিত হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প । যা বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ সেচ প্রকল্প । এর বৃত্তাকার ৬৪ কিঃ মিঃ। সেচ প্রকল্পের জন্য ১৭৫৮৪ হেক্টর জমি অধিগ্রহন করা হয়েছে । মতলব উত্তর উপজেলাটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে মেঘনা নদী ও পূর্ব দিকে প্রভাহিত ধনাগোদা নদী দ্বারা বেষ্ঠিত। পূর্বে দাউদকান্দি (কুমিল্লা) উত্তরে গজারিয়া (মুন্সিগঞ্জ) দক্ষিনে মতলব (চাঁদপুর) পশ্চিমে শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস