২০০০ সালের ৩০ এপ্রিল ১টি পৌরসভা এবং ১৩টি (বর্তমানে ১৪ টি) ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র উপজেলা হিসেবে মেঘনা-ধনাগোদা নদী পরিবেষ্টিত দ্বীপাঞ্চল মতলব উত্তর উপজেলার যাত্রা শুরু হয়। পরবর্তীতে একই বছরের ৫ সেপ্টেম্বর মতলব উত্তর নব-সৃষ্ট উপজেলা হিসাবে কার্যক্রম শুরু করে। পাশ্ববর্তী মতলব উপজেলার উত্তর দিকে হওয়ার ফলে এ উপজেলার নামকরণ করা হয় মতলব উত্তর। মতলব উত্তর এর রয়েছে ঐতিহাসিক নিদর্শন, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় খ্যাতি । কৃষি উৎপাদনে সেচ প্রদান, বন্যার ক্ষয় ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা , জলাবদ্ধতা নিরসন ও নদী ভাংঙ্গন থেকে পরিত্রাণের লক্ষ্যে ১৯৮৭-১৯৮৮ অর্থ বছরে নির্মিত হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প । যা বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ সেচ প্রকল্প । এর বৃত্তাকার ৬৪ কিঃ মিঃ। সেচ প্রকল্পের জন্য ১৭৫৮৪ হেক্টর জমি অধিগ্রহন করা হয়েছে । মতলব উত্তর উপজেলাটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে মেঘনা নদী ও পূর্ব দিকে প্রবাহিত ধনাগোদা নদী দ্বারা বেষ্টিত। পূর্বে দাউদকান্দি (কুমিল্লা) উত্তরে গজারিয়া (মুন্সিগঞ্জ) দক্ষিনে মতলব (চাঁদপুর) পশ্চিমে শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলা।
মতলব উত্তর উপজেলার আর্থসামাজিক উন্নয়ন, এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নীতকরণে উপজেলা প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান সরকার ঘোষিত রূপকল্প -২০২১ বাস্তবায়নে এবং জনগনকে ডিজিটাল সেবা প্রদানে এ উপজেলার প্রতিটি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া প্রতিটি ইউনিয়নে “ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ” এর মাধ্যমে উদ্যোক্তাগন সেবা প্রদান করছেন। ছাত্রছাত্রীদের মাঝে প্রযুক্তি সর্ম্পকিত জ্ঞান সম্প্রসারণ এবং কম্পিউটারের ব্যবহার বৃদ্ধির লক্ষে A2i প্রকল্প হতে ০৮টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। অন্যান্য সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ।
"জনসেবার জন্য প্রশাসন" শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন জনসেবা মানুষের দোরগোড়ায় পৌছেঁ দিতে বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন থেকে আপনার সেবা বুঝে নিন। আসুন আমরা বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ,দুর্নীতিমুক্ত এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ হই।
স্নেহাশীষ দাশ
উপজেলা নির্বাহী অফিসার
মতলব উত্তর, চাঁদপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস