Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

মতলব উত্তর উপজেলার উত্তর পুর্বে কুমিল্লার দাউদকান্দি উপজেলা,দক্ষিন পুর্বে ও দক্ষিনে মতলব দক্ষিন উপজেলা,উত্তরে মুন্সিগ্ঞ্জ জেলার গজারিয়া উপজেলা, উত্তর পশ্চিমে মুন্সিগঞ্জ সদর উপজেলা ও দক্ষিন পশ্চিমে শরিয়তপুরের ভেদরগ্ঞ্জ উপজেলা।

 

মতলব উত্তর উপজেলা চাঁদপুর -২ (মতলব উত্তর এবং দক্ষিণ সংযুক্ত আকারে) আসন হিসেবে পরিচিত। এর উপজেলার পরিবারের সংখ্যা ৬৪৭৬০টি। উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা, ৩১৯টি গ্রাম, ১টি সরকারি হাসপাতাল এবং ১টি স্বাস্থ্য কেন্দ্র। নিম্নোক্ত ইউনিয়ন পরিষদ্গুলো নিয়ে মতলব উত্তর উপজেলা গঠিতঃ

১) বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ ২) ষাটনল ইউনিয়ন পরিষদ ৩) ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ ৪) পুর্ব ফতেহপুর ইউনিয়ন পরিষদ ৫) পশ্চিম ফতেহপুর ইউনিয়ন পরিষদ ৬) ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ৭) কলাকান্দা ইউনিয়ন পরিষদ ৮) মোহনপুর ইউনিয়ন পরিষদ ৯) সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ ১০) এখলাছপুর ইউনিয়ন পরিষদ ১১) সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ ১২) জহিরাবাদ ইউনিয়ন পরিষদ ১৩) গজরা ইউনিয়ন পরিষদ ১৪) দূর্গাপুর ইউনিয়ন পরিষদ

১টি পৌরসভা :- (১) ছেংগারচর পৌরসভা