মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান। লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কামরুজ্জামান শিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ বেলাল হোসেন মজুমদার, শিক্ষানুরাগী আলী আশরাফ খান পেয়ারা। এ সময় উপস্থিত ছিলেন- ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী বাদল, আওয়ামীলীগ নেতা আবুল হাশেম, মুক্তার হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য বোরহান উদ্দিন দেওয়ান, আঃ হান্নান পাটোয়ারী ও সোহরাব হোসেন, হেলাল উদ্দিন প্রমূখ। সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী, মেধাবী শিক্ষার্থী ও পরীক্ষা যে সকল শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা না করে সেই সকল শিক্ষার্থীদেও মাঝে পুরস্কার বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান বলেন- শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শারীরিক গঠনে খেলাধুলার বিকল্প নেই। শরীর, স্বাস্থ্য, মনকে প্রফুল্ল রাখতে সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। ক্রীড়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনা সম্ভব। মেধাবী শিক্ষার্থীতে আরো দায়িত্বশীল হতে হবে। বিশ্বায়নের যুগে শিক্ষার কোন বিকল্প নেই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS