Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মতলবকে শিল্পনগরীতে পরিণত করা হবেঃ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন।গত রোববার সন্ধ্যায় শপথ গ্রহনের পর মন্ত্রী হিসেবে দপ্তর পেয়ে চাঁদপুর-২ আসনের নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে তিনি মুঠোফোনে বলেন, আমি মতলবের মানুষ, মতলবের মানুষের ভালোবাসায় আজ আমি মন্ত্রী। ৯৬’র নির্বাচনে মতলববাসীর ভোটে নির্বাচিত হওয়ার পর আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাই। সেই মতলব উত্তরে আমি যে উন্নয়ন রেখে গেছি সেখানেই উন্নয়নের চাকা থেমে গেছে। মতলবের উন্নয়ন এভাবে থাকতে পারে না। আমি প্রতিমন্ত্রী থাকাবস্থায় মতলব উত্তর উপজেলা, থানা, মতলব পৌরসভা, ছেংগারচর পৌরসভা করেছি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যালয় ভবন, দু’টি ফেরি সার্ভিস, লঞ্চঘাটে পল্টুন, বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক উন্নয়ন করেছি। মতলব উত্তর-মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর উপর সংযোগ সেতু করার বরাদ্দ রেখে গিয়েছিলাম, কিন্তু বিএনপি সরকার এসে তা বাতিল করেছে। পরবর্তীতে কেউ এ সেতুটি নির্মাণে ব্যবস্থা করতে পারেনি। বেলতলিতে আমার আনা ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।তিনি আরো বলেন, আমি যেহেতু মন্ত্রী হয়েছি, সারা দেশের ন্যায় মতলবে উন্নয়ন হবে। মতলবের ব্রিজ হবে, গ্যাস আসবে, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছবে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যালয় ভবন, সরকারি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, মহিলা বিশ্ববিদ্যালয় হবে। মতলব উত্তরে গ্যাস পৌছলে এখানে শিল্প-কারখানা গড়ে উঠবে। মতলবকে শিল্পাঞ্চল নগরীতে পরিণত করা হবে। মতলবে সার্বিকভাবে উন্নয়ন করা হবে। পরবর্তীতে যারা আসবে তারা শুধু আমার কাজগুলোকে সংস্কার করলেই চলবে, তাদের আর অবকাঠামোগত কাজ করতে হবে না।

Images
Attachments